![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/Bamcivir-2008280324.jpeg)
বাংলাদেশের তৈরি ‘বেমসিভির ইনজেকশন’ যাবে নেপালে
করোনা রোগীদের চিকিৎসার জন্য নেপাল সরকারকে পাঁচ হাজার ভাইল রেমডিসিভির ইনজেকশন (বেমসিভির) যৌথভাবে অনুদান দিয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড (বেক্সিমকো ফার্মা), আইএফআইসি ব্যাংক এবং নেপালের সহায়ক সংস্থা নেপাল বাংলাদেশ ব্যাংক।