অবিশ্বাস্য বোলিংয়ে বিরল রেকর্ড নবির
কে বলবে, তার বয়সটা ৩৫ পেরিয়েছে? মোহাম্মদ নবি যেন বয়সের আগে ছুটছেন। দিনকে দিন পারফরম্যান্সে ছাপিয়ে যাচ্ছেন নিজেকেই। এবার চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম বোলার হিসেবে ৫ উইকেট শিকার করলেন আফগান অলরাউন্ডার। সেইসঙ্গে ক্যারিয়ারসেরা বোলিংয়ে নাম লেখালেন বিরল এক রেকর্ডে। কি সে রেকর্ড?