নজরুলের লড়াই ও তার প্রাসঙ্গিকতা
দৈনিক আজাদী
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০, ০৫:৫৪
তিরিশের কবিরা-বুদ্ধদেব বসু তার সম্পর্কে লেখা সত্ত্বেও- নজরুল সম্পর্কে মূল্যায়নে নীরব থেকে বা ভুল ধারণার বশবর্তী হয়ে কেবল নজরুল পাঠকেই ক্ষতিগ্রস্ত করেননি, বাংলা সাহিত্যকেই ক্ষতিগ্রস্ত করেছেন। জানি তারা এটা সচেতনভাবে করেননি, করেছেন পশ্চিমী সাহিত্যিক বিশ্ববীক্ষার অনুকরণপ্রিয় ধারণার দাসত্ব থেকে। নজরুল তিরিশের সন্তান হওয়া সত্ত্বেও পশ্চিম-প্রিয় গোটা তিরিশি ধারণার বিরুদ্ধে তিনিই ছিলেন একমাত্র বিদ্রোহী সন্তান। আর কী আশ্চর্য, তাকে তিরিশের কেউ নয়, বরং তিরিশের তুলনায় অনেক বেশি নির্ভুলভাবে বুঝেছিলেন তারও আগের এক কালোত্তর পুরুষ রবীন্দ্রনাথ।
- ট্যাগ:
- সাহিত্য
- নজরুলের মৃত্যুবার্ষিকী