কওমি মাদ্রাসাগুলো কি আদৌ স্বাস্থ্যবিধি মানবে?
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০, ২২:৫৯
দেশে করোনাভাইরাসের মহামারির আগে থেকেই ওয়াজ মাহফিল, জুমার বয়ানসহ নানা জায়গায় বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে গেছেন কওমিপন্থী আলেমরা। ‘মুসলমানরা করোনা আক্রান্ত হবেন না’, ‘ছোঁয়াচে রোগ বলে কিছু নেই, মাস্ক পড়ার প্রয়োজন নেই’—এমন বক্তব্য দিয়েছেন তারা। বেশির ভাগ কওমিপন্থী আলেমরা সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানেন না, ব্যবহার করেন না মাস্ক। যদিও সরকার স্বাস্থ্যবিধি মানার শর্তে কওমি মাদ্রাসাগুলো খোলার অনুমতি দিয়েছে।