![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffrance-20200827210916.jpg)
ফ্রান্সে ফের সংক্রমণ, আরও ১৯ এলাকা ‘রেড জোন’ ঘোষণা
ফ্রান্সে ফের মহামারি করোনাভাইরাসের সংক্রমণে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ফলে প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাসটেক্স দেশজুড়ে নতুন করে আরও ১৯টি এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করেছে। এ নিয়ে দ্বিতীয় দফায় দেশটিতে ‘রেড জোন’ ঘোষিত এলাকার সংখ্যা দাঁড়ালো ২১টিতে। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর।
সিএনএন জানাচ্ছে, ফ্রান্সের দুই বৃহত্তম শহরকে— রাজধানী প্যারিস এবং মার্শেইলি— ইতোমধ্যে রেড জোন হিসেবে তালিকাভূক্ত করেছে সরকার। যার অর্থ হচ্ছে; এসব এলাকায় ভাইরাসটি এখনও সংক্রমণ ছড়াচ্ছে এবং প্রতি এক লাখে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ৫০ জন ছাড়িয়েছে।
রেড জোন হিসেবে ঘোষণা করার কারণে কর্তৃপক্ষ এখন এসব এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক করা ছাড়াও বার ও রেস্তোরাঁগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিতে পারবে। ইতোমধ্যে মার্শেইলি নগর কর্তৃপক্ষ অবশ্য ভাইরাসটির সংক্রমণ রোধে এসব পদক্ষেপ নেওয়া ছাড়াও বিধিনিষেধ জারি করেছে।