নবীগঞ্জে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার সংলগ্ন কুশিয়ারার শাখা নদী বিবিয়ানা থেকে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকালে অজ্ঞাত ব্যাক্তির লাশ উল্লেখিত স্থানের বিবিয়ানা নদীতে ভেসে এসে কছুরীপনার মধ্য আটকা পড়ে। ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ, ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ শামছউদ্দিন খাঁন ও এএসআই আব্দুস সামাদ আজাদসহ একদল পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি (তদন্ত) উত্তম দাশ জানান, বিবিয়ানা নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.