![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252Fbf3e4132-341c-486a-8c8a-187a0602b513%252FhANDPUP.png%3Frect%3D0%252C88%252C1600%252C840%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
পণ্যের মেয়াদ টেম্পারিংয়ের অভিযোগে গ্রেপ্তার পাঁচ
মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য টেম্পারিং করে পুনরায় বাজারজাত করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত মঙ্গলবার রাতে ভাটারার সাঈদ নগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভাটারা থানায় প্রতারণার মামলা হয়েছে।