পাণ্ডব গোয়েন্দা পর্ব: ‘ইয়ং’ বাঙালি ‘অ্যাডাল্ট’ হল না
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০, ১৮:৫৯
সম্প্রতি একটি টিভি চ্যানেলের জন্য তৈরি সিরিজ ‘পাণ্ডব গোয়েন্দা’-র টিজার ইউটিউবে রিলিজ হয়েছে। আর তার পরেই বাঙালি নেটাগরিকদের একটা অংশ সোশ্যাল মিডিয়ায় বিস্তর ক্ষোভ উগরে দিয়েছেন। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা কিশোরপাঠ্য গোয়েন্দা সিরিজ ‘পাণ্ডব গোয়েন্দা’। বাবলু, বিলু, ভোম্বল নামে তিন কিশোর ও বাচ্চু ও বিচ্ছু নামে দুই কিশোরী এবং তৎসহ তাদের ল্যাংবোট দেশি কুকুর পঞ্চুকে নিয়ে এই সিরিজ।এরা সকলেই টিন এজার। কাহিনি কাঠামোয় ইংরেজ সাহিত্যিক এনিড ব্লাইটনের ‘দ্য ফেমাস ফাইভ’ সিরিজের আদল বেশ স্পষ্ট।
- ট্যাগ:
- বিনোদন
- টিভি পর্দা
- টিভি সিরিজ