ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে মুসলিম দেশের ওপর যুক্তরাষ্ট্রের চাপ
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) চুক্তি করার পর এবার অন্যান্য মুসলিম দেশকেও এই দলে ভেড়াতে চাইছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এরই মধ্যে সুদান এবং বাহরাইন সফর করেছেন।
প্রতিবেশী আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক গড়ে দেওয়ার মিশনে যুক্তরাষ্ট্র প্রশাসনের তালিকার শীর্ষে আছে এই দুই দেশ। যদিও মার্কিন কর্মকর্তারা জানেন রাতারাতি একাজ হবে না।
এজন্য যুক্তরাষ্ট্র প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ১৩ অগাস্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আবু ধাবির যুবরাজ মোহাম্মদ আল নাহিয়ান এক যৌথ বিবৃতিতে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে দুই দেশের ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছেনোর কথা জানায়।