স্বামীকে কাঁচের ঘরে বন্দি রেখে শপিংয়ে যান নারীরা
যতই দিন যাচ্ছে ততই মানুষ বের করছে অভিনব সব পন্থা। কাজের সুবিধার জন্যই এর প্রয়োজনীয়তা এবং ব্যবহার বাড়ছে। তেমনই এক নতুন সার্ভিস চালু করেছে চীন। সেবার নাম স্বামী জমা রাখার সার্ভিস। নিশ্চয় ভাবছেন বিষয়টা কি? যদিও এমন অদ্ভূত অনেক কিছুই রয়েছে বিশ্বের নানা প্রান্তে। তবে চীনেই বোধহয় প্রথম এমন সেবা চালু করেছে। সাধারণত নারীরা কেনাকাটা করতে যাওয়ার সময় তাদের স্বামীদের সঙ্গে নেন। অনেকটা বাধ্য হয়েই স্ত্রীর কেনাকাটার সঙ্গী হন তারা। এরপর স্ত্রীর পেছন পেছন এক দোকান থেকে অন্য দোকানে ঘুরতে হয়। নারীদের নিয়ে তো কথাও প্রচলিত আছে যে, কেনাকাটা করতে গেলে নাকি দিন ফুরিয়ে রাত হলেও তারা বুঝতে পারেন না। সময়ের দিকে কোনো খেয়ালই থাকে না তাদের।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অদ্ভুত প্রথা
- শপিং
- ঘরবন্দি