বিরল রোগে আক্রান্ত শিশু তাশমিমা
চাঁপাইনবাবগঞ্জে বিরল রোগে আক্রান্ত শিশু তাশমিমা। বাচ্চাটি এখন বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে। পরিবারের সামর্থ্য নেই শিশুটির উন্নত চিকিৎসা করার।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের পোলাডাঙ্গা ঈদগাহর পেছনে বাড়ি শিশুটির। তার বাবার নাম তোজাম্মেল। বিয়ের পর তোজাম্মেল দম্পত্তির দ্বিতীয় কন্যা সন্তান ১৫ মাস বয়সী তাশমিমা বিরল রোগে আক্রান্ত হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- চিকিৎসা সেবা
- শিশু
- বিরল রোগ