![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F08%2F27%2Fsirajgonj_jamuna_river_photo-1.jpg%3Fitok%3DuhpvTd8M)
সিরাজগঞ্জে কমছে বন্যার পানি, শুরু হয়েছে ভাঙন
চার দফা বন্যার পর সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি কমতে শুরু করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে নদী তীরবর্তী অঞ্চলে শুরু হয়েছে ভাঙন। ইতোমধ্যে ভাঙনে বিলীন হয়ে গেছে কাজীপুর উপজেলার ঢেকুরিয়া নদীতীর রক্ষা বাঁধের ৫০ মিটার ও নাটুয়াপাড়া ইউনিয়ন রক্ষা বাঁধের ১০০ মিটার বাঁধ। অব্যাহত ভাঙনে চরম ঝুঁকিতে রয়েছে ঐতিহ্যবাহী নাটুয়ারপাড়া হাট, স্কুল-কলেজ। ভাঙনের হাত থেকে রক্ষা পেতে স্থানীয়রা বসতবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ। এদিকে চৌহালী উপজেলার দক্ষিণ দিকে ভাঙনে বাঘুটিয়া ইউনিয়নের চরবিনানই ও ঘুশুরিয়া চরে অর্ধশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া এনায়েতপুরে সদিয়া চাঁদপুর ইউনিয়নের পাঁচ গ্র