'ড্যামেজ কন্ট্রোলে' সহমর্মী মেলানিয়া
worldহোয়াইট হাউসের 'রোজ গার্ডেন' থেকে দেওয়া ভাষণে বললেন, গত কয়েকমাসে দেশের মানুষের জীবন কী ভাবে বদলে গিয়েছে, তা তিনি বোঝেন। চাইলেও যে এই পরিস্থিতি অস্বীকার করার কোনও উপায় নেই, তারও উল্লেখ করতে ভোলেননি ট্রাম্প-পত্নী।