.tdi_2_9ae.td-a-rec-img{text-align:left}.tdi_2_9ae.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});সীতাকুণ্ডের সলিমপুরে প্রতিপক্ষের পিটুনিতে নিহত বৃদ্ধা মর্জিনা বেগম (৬৮) হত্যাকারীদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার দুই মাস পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষুব্ধ বৃদ্ধার ছেলে মামলার বাদী মো. শহীদুল আলম। স্থানীয় লোকজন জানায়, গত ১৪জুন বিকেলে ছলিমপুরের সালাদারপাড়া এলাকায় মাদক সেবনের অভিযোগ তুলে স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত প্রবাস ফেরত মোস্তাকিমকে বেঁধে পিটাতে থাকে। খবর পেয়ে তার বৃদ্ধা মা মর্জিনা বেগম তাকে উদ্ধার করতে গেলে দুর্বৃত্তরা ওই বৃদ্ধাকেও মারধর করে। ঘটনাস্থলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার হাসপাতালে নেওয়ার পথে গাড়িতেই তার মৃত্যু হয়। ঘটনার পরদিন বৃদ্ধার বড় ছেলে শহিদুল আলম ৬ জনের নাম উল্লেখ করে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলো- মো. মাসুদ(৪০), মো. সুমন(৩৫), মো. তসলিম(৪৯), মো. সাজিদ(১৮), মো. আলাউদ্দিন(৪০), চালক মহিউদ্দিন(৪০)। আসামিদের বাড়ি সলিমপুর জাফরাবাদ সালাদারপাড়া এলাকায়। এব্যাপারে মামলার বাদী মো. শহীদুল আলম বলেন, আমার মাকে হত্যা করে তারা আবার আমাকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় আছি। অথচ এখনও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমার মা হত্যাকারীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। সীতাকুণ্ড থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. নুর নবী বলেন, আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আসামিরা আত্মগোপনে আছে বলে খবর পেয়েছি। অচিরেই তাদের গ্রেপ্তার করা হবে।.tdi_3_55d.td-a-rec-img{text-align:left}.tdi_3_55d.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.