‘মৃত’ কিশোরীর ফেরা

প্রথম আলো নারায়ণগঞ্জ সম্পাদকীয় প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০, ১০:০৬

দেশের বিচারব্যবস্থায় ‘স্বীকারোক্তি’ তার সব রকমের শুদ্ধতা হারাচ্ছে। একসময় পুলিশের কাছে দেওয়া জবানবন্দিরও বিরাট মূল্য ছিল। সেসব এখন বিস্মৃত অতীতের গল্প। দেশের বিচারব্যবস্থায় এখন অলিখিতভাবে মেনে নেওয়া হয় যে ১৬১ ধারায় দেওয়া জবানবন্দির কোনো মূল্য নেই। যত মূল্য তা সব ১৬৪ ধারায়। কারণ, এই জবানবন্দি ধারণ করেন বিচার বিভাগীয় কর্মকর্তা।


আর ১৬১ ধারায় করে পুলিশ। আইন বিচারককে সুযোগ দিয়েছে পুলিশ বা অন্য কেউ ভীতি প্রদর্শন বা প্রলুব্ধ করে আনলেও তা খতিয়ে দেখেই তবে জবানবন্দি রেকর্ড করার। বিচারক তাঁর বিবেক অনুযায়ী সাক্ষ্য রেকর্ড করবেন। কিন্তু সমাজে এমন সব ঘটনা ঘটছে, যাতে উল্লিখিত চিন্তাভাবনা দুমড়েমুচড়ে যাচ্ছে। প্রশ্ন উঠছে, আমাদের ফৌজদারি বিচারব্যবস্থা কোথায় যাচ্ছে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও