![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/27/b1dc4b89baa682735c84988b99bcd491-5f470f423806d.jpg?jadewits_media_id=685487)
রুদ্র রূপে মধুমতি, ভাঙন ঠেকানোর কেউ নেই!
গান কবিতার ছন্দে মধুমতি নদীর অনেক নাম, অনেক গল্প কাহিনী লেখা হয়েছে এই নদীকে ঘিরে। তবে বাস্তবে বন্যার সময়ে পদ্মার শাখা হয়েও এই মধুমতি নদী হয়ে ওঠে অসম্ভব আগ্রাসী। তখন টের পাওয়া যায় এর সর্বনাশা রূদ্র রূপ। বিশেষ করে মাগুরার মহম্মদপুর এলাকার অধিবাসীরা এই নদীর বর্ষাশাসনটা টের পান প্রতি বছরেই।