কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


পাথর শ্রমিক ও ব্যবসায়ীদের সঙ্গে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সভা

সিলেটের লাখো মানুষের জীবিকাস্থল পাথর কোয়ারি সমূহ সচল করে কর্মহীন হয়ে পড়া মানুষের জীবন রক্ষার দাবিতে বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট জীবিকা নির্বাহকারী ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে সিলেটের আওয়ামী লীগ নেতৃবৃন্দের সভা মঙ্গলবার রাতে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ঐক্য পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুন নূরের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাউর, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ এর সভাপতি গোলাম হাদী ছয়ফুল, কোম্পানীগঞ্জ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক রফিকুল হক, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট  হাবিবুর রহমান ভুট্টো। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল  বলেন, সিলেটের পাথর সম্পদ আমাদের অর্থনীতি এবং জীবন জীবিকার অন্যতম চালিকাশক্তি। যুগ যুগ ধরে এ অঞ্চলের মানুষেরা পাথর আহরণ করে তাদের জীবন রক্ষা করে আসছেন। হঠাৎ করে মানুষের এ জীবিকাস্থল বন্ধ হয়ে যাওয়ায় মানুষ দিশাহারা হয়ে পড়েছেন। ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ বলেন, সিলেটের বিরুদ্ধে একটা সুগভীর ষড়যন্ত্র চলছে। সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব বলেন- পাথর সংশ্লিষ্ট জীবিকা বন্ধ মানে সিলেটের ধ্বংস ডেকে আনা। সভাপতির বক্তব্যে পরিষদের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুন নূর বলেন, সিলেটের প্রান্তিক জনপদে আজ দুর্ভিক্ষের পদধ্বনি। কর্মহীন মানুষেরা পরিজন নিয়ে খুব কষ্টে আছে। সভায় বক্তব্য রাখেন- জাফলং স্টোন ক্রাশার মালিক সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন লিপু, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ওয়াদুদ আলম, সালুটিকর পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইকলাল আহমদ, সাংবাদিক ব্যবসায়ী শাব্বির আহমদ সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাব্বীর আহমদ ফয়েজ, কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ব্যবসায়ী নেতা শওকত আলী বাবুল, জসিমুল্‌ ইসলাম আঙ্গর, মইন উদ্দিন মিলন, মশাহিদ আলী, কোম্পানিগঞ্জ উপজেলা যুবলীগ আহ্বায়ক আলা উদ্দিন, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিমানবন্দর থানা স্টোন ক্রাশার মালিক ব্যবসায়ী সমিতি নেতা হাজী মো. রফিকুল ইসলাম, সৈয়দ সালেহ আহমদ শাহনাজ, আজির মিয়া, হাজী ওলিউর রহমান, আবদুল আহাদ, শানুর আহমদ, জয়নুল আহমদ, সালুটিকর পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান, ব্যবসায়ী নেতা আরিফ আহমদ সুমন, বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,ব্যবসায়ী আব্দুল মতিন, কোম্পানীগঞ্জ পানি নিষ্কাশন বালুপাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন