পটুয়াখালীতে ডাক্তারদের অবহেলায় রোগীর মৃত্যু বিচার দাবিতে মানববন্ধন
২০১৯ সালের ২৬শে আগস্ট গতকাল এইদিনে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ডাক্তারদের ভুল চিকিৎসা ও অবহেলায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্র আরদিন খান অভির মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলার আসামিদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অভির কবর জিয়ারত করেছে সহপাঠী শিক্ষার্থীরা। গতকাল সকাল ১১ টায় পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালনকালে বক্তব্য রাখেন- অভির সহপাঠী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাগর চৌধুরী, জিদান সিকদার, সাফিন নাসরুল্লাহ, রাফি খান, আলভি আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, ২০১৯ সালের ২৬ আগস্ট সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আরদিন খান অভি অসুস্থ হয়ে পড়লে বিকাল ৬.২৫ মিনিট সময় পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। এ সময় চিকিৎসারত ডাক্তার ও নার্স এবং ব্রাদারের অবহেলায় ও ভুল চিকিৎসায় ওই দিন রাত ৯.২০ মিনিট সময় অভির অকাল মৃত্যু হয়। এ মৃত্যুর ঘটনায় অভির বাবা আনোয়ার খান বাদী হয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আনোয়ারুল্লাহ, ডা. মাজহারুল ইসলাম, ডা. শামীম আল আজাদ, নার্স আফসানা বেগম ও তারেক হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। গতকাল ২৬শে আগস্ট অভির প্রথম মৃত্যুবার্ষিকীর দিনে উক্ত মামলার আসামিদের বিচার ও শাস্তির দাবিতে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী বৈরী আবহাওয়ার মধ্যে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এ মানববন্ধন কর্মসূচি শেষে অভির বাড়ি লোহালিয়া গ্রামে তার কবর জিয়ারত করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। অভির রুহের মাগফিরাত কামনায় লোহালিয়া মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া মিলাদের আয়োজন করে শিক্ষার্থীরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.