কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ট্রাম্প ‘উল্লুর মতো জ্ঞানী’, সমর্থকের মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল

বিডি নিউজ ২৪ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০, ২১:১২

উল্লু কথাটির মানে ঠিকঠাক না জেনেই এক ভিডিও বার্তায় তিনি মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করতে গিয়ে ‘উল্লু’ সম্বোধন করায় স্যোশাল মিডিয়ায় হাসির রোল উঠেছে।‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকা জানায়, সদ্য শেয়ার করা ওই ভিডিওতে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্টে নির্বাচনে ট্রাম্পের 'মেক আমেরিকা গ্রেট এগেইন’ প্রচারাভিযান এবং 'কিপ আমেরিকা গ্রেট’ কর্মসূচিকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রের ভারতীয় সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন টমি ল্যাহরেন।সে সময়েই ল্যাহরেন প্রেসিডেন্ট ট্রাম্পের জ্ঞান-বুদ্ধির প্রশংসা করতে গিয়ে বলেন, “কারণ প্রেসিডেন্ট ট্রাম্প পেঁচার মতোই জ্ঞানী, বা হিন্দিতে আপনারা যেটি বলবেন- আশা করি উচ্চারণটা ঠিকই করছি- প্রেসিডেন্ট ট্রাম্প উল্লুর মতো জ্ঞানী।”ইংরেজিতে ‘ওয়াইস আউল’- কথাটি ল্যাহরেন এভাবে হিন্দিতে বোঝাতে গিয়েই মারাত্মক ভুলটি করে বসেন।আর তা দেখেই হাসির রোল ওঠে সোশ্যাল মিডিয়ায়।ল্যাহরেনের কথার সূত্র ধরে নানাজন মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে নানা মন্তব্য করতে শুরু করেন।ভারতে ‘উল্লু’ কথাটি সাধারণ্যে ‘বোকা’ অর্থেই ব্যবহার হয় এবং প্রচলিত প্রবাদ 'উল্লু কা পাট্টা’ সাধারণত কোনও বোকামি বা নির্বুদ্ধিতারই পরিচায়ক। যদিও হিন্দু ধর্মে 'উল্লু' শব্দটি সমৃদ্ধি, প্রজ্ঞার প্রতীক হিসাবে বিবেচিত এবং পেঁচা হিন্দু দেবী লক্ষ্মীর বাহন।ল্যাহরেনের ভিডিওটি ভাইরাল হয়েছে। স্যোশাল মিডিয়ায় ট্রাম্পকে মজার ছলে 'উল্লু’ বলেও সম্বোধন শুরু করেছেন অনেকেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও