You have reached your daily news limit

Please log in to continue


আইয়ুব বাচ্চুর গানের বাণিজ্যিক ব্যবহারের অধিকার শুধু উত্তরাধিকারীদের

‘এলআরবি একটি পরিবার। সারা জীবন এ পরিবার থাকবে। আমরা না থাকলেও আমাদের উত্তরাধিকারীরা এই পরিবারে থাকবে। তারাই এগিয়ে নিয়ে যাবে এলআরবিকে।’ প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই বলেছিলেন এলআরবি ব্যান্ডের প্রধান উদ্যোক্তা শিল্পী আইয়ুব বাচ্চু। দুই বছর হতে চলেছে নিজের ‘রুপালি গিটার’ ফেলে তিনি চলে গেছেন। রয়ে গেছে তাঁর সংগীতকর্ম, প্রশ্ন উঠেছে এসবের মেধাস্বত্ব বা কপিরাইট নিয়ে। তাঁর গাওয়া, সুর করা গান নিয়ে নানা আলাপ চলছে হরহামেশা, তাঁর ব্যান্ড দল নিয়ে ঘটছে নানা ঘটনা। যে যেভাবে পারছেন, ব্যবহার করছেন তাঁর গান। তবে কি আইয়ুব বাচ্চুর অনুপস্থিতিতে তাঁর গান এবং এলআরবি হয়ে যাবে নাটাইছেঁড়া ঘুড়ি?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন