রিফাত হত্যা : প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের যুক্তিতর্ক
বরগুনার বহুল আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ জন আসামির বিরুদ্ধে বরগুনা জেলা ও দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে রাষ্ট্র পক্ষ যুক্তিতর্ক শুরু করেছে । বৃহস্পতিবারও রাষ্ট্র পক্ষ যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করার কথা রয়েছে।
বুধবার সকাল নয়টায় বরগুনা কারাগার হতে ৮ জন আসামিকে পুলিশ পাহারায় আদালতে আনা হয়। আসামিরা হল, রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইয়ূম রাব্বি আকন, রেজোয়ানুল ইসলাম টিকটক হৃদয়, হাসান, রাফিউল ইসলাম রাব্বি, সাগর, কামরুল হাসান ইমন, মোহাইমিনুল ইসলাম সিফাত। জামিনে থাকা আয়শা সিদ্দিকা মিন্নিও উপস্থিত ছিল। আসামি মুছা পলাতক রয়েছে। সকাল সাড়ে ১০ পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হাওলাদার বাদীর মামলা আদালতে উপস্থান করেন। বেলা দেড়টা পর্যন্ত একটানা রাষ্ট্র পক্ষ যুক্তিতর্ক করেন।