You have reached your daily news limit

Please log in to continue


অক্সিজেন কম লাগছে, তবে শরীরটা দুর্বল

করোনা আক্রান্ত পপ তারকা ফেরদৌস ওয়াহিদ এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের সহকারী মোশাররফ। আজ বুধবার দুপুরে তিনি প্রথম আলোকে জানালেন, স্যারের এখন অক্সিজেনও কম লাগছে। কিন্তু শরীরটা দুর্বল। দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন পপ তারকা ফেরদৌস ওয়াহিদ। ১৪ দিন আগে জ্বরে আক্রান্ত হন তিনি। এরপর করোনায় আক্রান্ত কি না, নিশ্চিত হওয়ার জন্য বেসরকারি একটি হাসপাতালে পরীক্ষার জন্য তাঁর নমুনা দেওয়া হয়। ফলাফল নেগেটিভ আসে। কিন্তু জ্বর কমছিল না। উন্নত চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা নেওয়া হয়। পরদিন শুক্রবার সেই পরীক্ষার ফল পজিটিভ আসে, জানান ফেরদৌস ওয়াহিদের বন্ধু গণসংগীত শিল্পী ফকির আলমগীর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন