কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংক্রমণ বাড়লে বিয়ারের রাজধানী মিউনিখেও পান নিষিদ্ধ

ডয়েচ ভেল (জার্মানী) জার্মানি প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০, ১৭:০২

বিয়ারের রাজধানী বলে পরিচিত জার্মনির মিউনিখ শহরে করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রিত না থাকলে অ্যালকোহল বিক্রি সীমিত থাকবে এবং গভীর রাত পর্যন্ত জনসাধারণের জন্য মদ্যপান আংশিকভাবে নিষিদ্ধ করা হবে৷ এ ঘোষণা মঙ্গলবারের৷ সোমবার মিউনিখ রিপোর্ট করেছে, গত সপ্তাহে বাভারিয়ার রাজধানীতে নতুন সংক্রমিতদের সংখ্যা ছিলো এক লাখের মধ্যে ৩০ দশমিক নয় দুই৷ প্রতি সাতদিনে এক লাখ নাগরিকের ৩৫ জনের বেশি করোনায় সংক্রমিত হলে রাত নয়টার পরে মদ বিক্রি নিষিদ্ধ করা হবে এবং রাত ১১ টার পর পানশালা বন্ধ করে দিতে হবে৷

বিশ্বজুড়ে বিয়ারপ্রেমীদের কাছে মিউনিখ বিয়ারের স্বর্গ হিসেবে পরিচিত৷ প্রতিবছর বিয়ার উৎসব বা অক্টোবরফেস্ট এর আয়োজন করে থাকে এই শহর, তবে কোভিড-১৯ এর উদ্বেগের কারণে এবছর সে আয়োজন বাতিল করা হয়েছে৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও