You have reached your daily news limit

Please log in to continue


নতুন ল্যাপটপ আনল আসুস

দেশের বাজারে হালকা-পাতলা গড়নের নতুন দুটি ল্যাপটপ উদ্বোধন করেছে আসুস। ‘ভিভোবুক এস১৪’ এবং ‘ভিভোবুক এস১৫’ ল্যাপটপ দুটিতে তরুণদের আকর্ষণ করতে নতুন বেশ কিছু ফিচার যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। আসুস কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ভিভোবুক এস১৪ এবং এস১৫ সহজে বহনযোগ্য নকশায় তৈরি। এই সিরিজের মডেলগুলো ১৭ মিলিমিটারের কম পুরু। এর ওজন মাত্র ১.৪ থেকে ১.৮ কেজি। এতে সরু বেজেল থাকায় ডিসপ্লেটিকে বড় মনে হয়। ভিভোবুক এস১৪ এবং এস১৫ ডিভাইসে রয়েছে কোয়াড কোর দশম প্রজন্মের ইন্টেল কোর আই৭-১০৫১০ ইউ প্রসেসর এবং এনভিডিয়া এমএক্স ৩৫০ গ্রাফিকস। এটি আপনাকে মাল্টিটাস্কিং ও গেমিংয়ে ভিন্ন অভিজ্ঞতা দেবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন