এরদোগানের সাথে হামাস নেতাদের সাক্ষাত, উদ্বিগ্ন পশ্চিমারা
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান গত শনিবার ইস্তাম্বুলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও গাজার শাসক দল হামাসের শীর্ষ নেতাদের সাথে দেখা করেন। এঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কিছু দেশ হামাস কে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দিয়েছে। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া এতে উপস্থিত ছিলেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীর তালিকায় থাকা ডেপুটি চিফ সালেহ আল-আরোওরি উপস্থিত ছিলেন। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মরগান অর্টাগাস এক বিবৃতিতে জানান, “তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইস্তাম্বুলে দু'জন হামাস নেতাকে আমন্ত্রণ জানানোয় তীব্র আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র।” হামাসের সাথে তুরস্কের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে আমেরিকা উদ্বিগ্ন। এরদোগান ইস্তাম্বুলে ইসমাইল হানিয়ার সাথে গত ফেব্রুয়ারিতেও দেখা করেছিলেন।