নরেন্দ্র মোদির বাবার চা-স্টলের কোনো তথ্য নেই ভারতীয় রেলে
স্টেশনে চা বিক্রি করতেন নরেন্দ্র মোদির বাবা- এমন তথ্য নেই ভারতের রেল কর্তৃপক্ষের কাছে। ফলে এ সংক্রান্ত একটি আবেদন সম্প্রতি খারিজ করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় তথ্য কমিশন। ফলে ২০১৪ সালের নির্বাচনী প্রচারণায় ব্যাপকভাবে আবেদন তৈরি করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই দাবি নিয়ে সংশয় আর ঘুচলো না। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারণায় নরেন্দ্র মোদি বারবার দাবি করেছিলেন চা বিক্রি করে বহু কষ্টে তার পরিবারের দিন কাটতো। তিনি গুজরাটের বড়নগর স্টেশনে বাবার চায়ের দোকানে কাজ করতেন। হরিয়ানার একটি আদালতের আইনজীবী ও সমাজকর্মী পবন পারিক তথ্য অধিকার আইনে তথ্য কমিশনের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা দামোদরদাস মোদির চায়ের দোকান সম্পর্কে পশ্চিম রেল কর্তৃপক্ষের কাছে জানতে চান।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে