বেগুনি রঙা এসব ফল ও সবজিতেই বাড়বে শরীরের প্রতিরোধ ক্ষমতা
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০, ১০:৫২
বেগুনি রঙের ফল, সবজি মানেই বেগুন, কালো আঙুর, চেরি, নীল বেরি, গুজবেরি, স্ট্রবেরি। এন্থোকায়ানিন এই রঙের ফলে থাকে। এই সমস্ত ফল এবং শাক-সবজি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে ভাস্কুলার সিস্টেমকে সুস্থ রাখে।