সাতক্ষীরায় ভাঙন রোধে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ শুরু
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় কপোতাক্ষের ভাঙনে নেবুবুনিয়া, আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলায় খোলপেটুয়ার ভাঙন স্থায়ীভাবে রোধ করা এখনই সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা। নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের দিকে শুষ্ক মৌসুম আসতেই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন তাঁরা। এদিকে জনগণের ভোগান্তি দূর করতে গাবুরার নেবুবুনিয়ায় স্বেচ্ছাশ্রমে রিং বাঁধ নির্মাণকাজ শুরু হয়েছে। জোয়ারের চাপ ও বৃষ্টি না থাকায় এই রিং বাঁধ তৈরির কাজ অব্যাহত রয়েছে গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম মাসুদুল আলম জানান, তিনি তাঁর ইউনিয়নের জনশক্তিকে নিয়ে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে, সাতক্ষী
- ট্যাগ:
- বাংলাদেশ
- স্বেচ্ছাশ্রম
- ভাঙন
- বাঁধ নির্মাণ