![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/08/26/image-177778-1598404979.jpg)
বিয়ের ৩ বছর পর গায়েহলুদ, কনের মোটরসাইকেল র্যালির ছবি ভাইরাল
বিয়ের তিন বছর পর গায়েহলুদের দিনে বাইক চালিয়ে শহরে শোডাউন করে নেট জগতে হইচই ফেলে দিয়েছেন যশোরের মেয়ে ফারহানা আফরোজ ড্রিমি। শহর জুড়ে বন্ধুবান্ধব ও সাথিদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করার ১১ দিন পর ব্যতিক্রমী এ আয়োজনটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।