![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_239441_1.jpg)
তৈরি পোশাকে বিদেশী সুতা ব্যবহারেও মিলবে নগদ সহায়তা
বণিক বার্তা
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০, ০১:০৩
বিদেশী সুতা দিয়ে পোশাক তৈরি করে রফতানি করলেও ক্ষুদ্র ও মাঝারি রফতানিকারকরা সরকারের নগদ সহায়তা প্রাপ্য হবেন। কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে বিদেশী সুতা দিয়ে পোশাক তৈরি করে রফতানি করলেও ক্ষুদ্র ও মাঝারি রফতানিকারকরা সরকারের নগদ সহায়তা প্রাপ্য হবেন।