ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে ঢাকাগামী ইমাদ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার আনুমানিক রাত পৌনে ১টার দিকে কাশিয়ানী ও গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ ছাড়াও ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ের ওসি মো. আতাউর রহমান তাদেরকে গ্রেপ্তার করে। ইমাদ পরিবহনের সুপারভাইজার মো. নুরুল ইসলামের বরাত দিয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, অস্ত্রসহ আটক ৭ জন ডাকাত আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে খুলনার দুটি কাউন্টার থেকে টিকিট কেটে যাত্রীবেশে বাসে ওঠে। গাড়ির সুপারভাইজারের কাছে তাদের গতিবিধি সন্দেহ জনক মনে হলে সুপারভাইজার ফকিরহাট নেমে বিষয়টি আমাদেরকে জানান। এরপর আমরা কাশিয়ানী থানা পুলিশ ও গোপালগঞ্জের গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ের গোলচত্বর থেকে অস্ত্রসহ ৭ ডাকাতকে গ্রেপ্তার করি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.