টেকনাফে অস্ত্রসহ ছয় রোহিঙ্গা আটক

দৈনিক আজাদী টেকনাফ প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০, ২১:০৪

কক্সবাজারের টেকনাফের উনছিপ্রাং পুটিবুনিয়া ক্যাম্পে অস্ত্রসহ ছয় রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সদস্যরা। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ২২নং রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়। ধৃতরা হলো রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দা জাফর আলম, মো. আলম, আবদুর রহমান, মো. সাদেক, মো. আমিন। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে দু’টি দেশীয় এলজি ও ৭টি গুলি উদ্ধার করা হয়েছে। এর আগে একই দিন সকালে ক্যাম্পের ত্রাস ‘হাকিম ডাকাত ও আল-মাহাদি’ নামে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছিল। ‘আল-মাহাদি’ নামে নতুন গ্রুপকে ঘিরে কয়েকদিন ধরে ক্যাম্পে সংঘর্ষের ঘটনা ঘটছে। এসব তথ্য নিশ্চিত করে পুটিবুনিয়া ক্যাম্পের এপিবিএন পুলিশ চৌকির এসআই মো. আনোয়ারুল হোসেন বলেন, “তারা ক্যাম্পের বাসিন্দাদের সহায়তায় ছয়জন রোহিঙ্গা পাহাড়ি ডাকাতকে গ্রেফতার করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও