পুলওয়ামা-কাণ্ডে চার্জশিট, মাসুদ আজহার অভিযুক্ত
দেড় বছর পর ভারতের পুলওয়ামা-কাণ্ডের চার্জশিট দাখিল হলো। ভারত অধিকৃত কাশ্মীরের পুলওয়ামায় গত বছরের ফেব্রুয়ারি মাসের সেই সন্ত্রাসী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছিলেন। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) সেই চার্জশিটে বলেছে, জয়শ-ই-মোহাম্মদ সংগঠনের প্রধান মাওলানা মাসুদ আজহার ও তাঁর ভাই আবদুর রউফ আসগর ওই নাশকতা চালান। পুলওয়ামা-কাণ্ডের পর জাতিসংঘ ২০১৯ সালের ১ মে মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী বলে চিহ্নিত করে। চার্জশিটে বলা হয়েছে, পাকিস্তানের উসকানিতেই ওই আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। জম্মুর এক আদালতে মঙ্গলবার ওই চার্জশিট পেশ করা হয় বলে সরকারি সূত্রের খবর।