কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বিসিএস পরীক্ষা : সিভিল সার্ভিস ও বাংলাদেশ

ইদানীং বিসিএস পরীক্ষা একটি জোরালো আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। চাকরির সন্ধানে যুবসমাজ বিসিএস পরীক্ষার দিকে প্রবলভাবে ঝুঁকে পড়েছে। আগে কি এ দেশে বিসিএস নামক কোনো পরীক্ষা ছিল না বা তার আগে সিএসএস, তারও আগে আইসিএস এমন কোনো কিছু? নিশ্চয়ই ছিল। একজন স্বদেশী আইসিএসকে তখন ভারতীয় মনে না করে ‘ইংরেজ’রূপে কল্পনা করা হতো। পাকিস্তান আমলে সিএসপিদের বলা হতো ‘প্রশাসনের রাজপুত্র।’ ব্রিটিশ শাসনামলে ব্যক্তিগত খাতে কোনো পুঁজির বিকাশ ঘটেনি। ক্যাপিটাল বা পুঁজি বলতে যা বোঝায় তা ছিল রাষ্ট্রীয় পুঁজি। ব্যবসায়-বাণিজ্য যা ছিল তা ছিল একান্তভাবে ইউরোপিয়ানদের হাতে। অতএব ব্যবসায়-বাণিজ্য নয় চাকরি এবং চাকরি মানে সরকারি চাকরি এবং তার দাম ছিল অনেক উঁচুতে। প্রবাদবাক্যের মতো উচ্চারিত হতো ‘চাকরি মানে ঘি-ভাত’। তবে চাকরির বাজারে ভারতীয়দের অবস্থান ছিল নিচের দিকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন