দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ১৭১তম দিনে মৃত্যুর সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। নতুন করে ২ হাজার ৫৪৫ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪৫ জন মারা গেছেন। করোনার প্রকোপ ঠিক কোন পথে এগোচ্ছে, তা ঠিক বোঝা যাচ্ছে না বর্তমান পরিস্থিতিতে। দিনের পর দিন বেড়েই যাচ্ছে আক্রান্তের সংখ্যা। দেশে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন। আগামী দিন নিশ্চয় ৩ লাখ আক্রান্তের মাইলফলক অতিক্রম করবে।
বর্তমানে দেশে প্রতিদিন ১২ থেকে ১৫ হাজার পরীক্ষা করা হচ্ছে, এতে শতকরা ১৫ থেকে ২০ ভাগ নতুন করে শনাক্ত হচ্ছে। বিষয়টি খুবই চিন্তার। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন লাখের ওপরে পরীক্ষা করে কিছুদেশে ৫ থেকে ৭ শতাংশ চিহ্নিত হচ্ছে, যা গবেষকদের ভাষায় মোটামুটি সহায়ক বলে ধরা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.