রাজশাহীর চারঘাট-বাঘায় পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে চলছে জাটকা মাছ নিধন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এক ধরনের অসাধু জেলে চালাচ্ছেন এমর অবৈধ কার্যক্রম। এতে করে ইলিশ সংকটের আশঙ্কা করছেন এলাকাবাসী। তবে জাটকা মাছ ধরা সারা বছরই নিষিদ্ধ থাকার কথা শিকার করলেও মূলত নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত নদীতে অভিযান পরিচালনা করার কথা বলছে মৎস্য অফিস।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারিভাবে নদীতে জাটকা মাছ ধরা, আহরণ ও সংরক্ষণ সারা বছরই নিষিদ্ধ রয়েছে। এর পরও এক ধরনের অসাধু জেলে প্রতি বছরই জাটকা মাছ নিধন কার্যক্রম চালিয়ে আসছেন। এ ব্যাপারে স্থানীয় মৎস্য অফিস মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলেও থেমে থাকে না মৎস্য নিধন কার্যক্রম। তারই ধারাবাহিকতায় গত কয়েক দিন ধরে পদ্মায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে শুরু হয়েছে জাটকা নিধনের মহোৎসব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.