কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে গ্রিন ইউনিভার্সিটি

ইত্তেফাক প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০, ১৪:৫৯

টেক্সটাইল শিল্প দেশীয় অর্থনীতির প্রাণ। বাংলাদেশে যে কয়েকটি পেশায় শূন্য পদের তুলনায় চাকরি প্রার্থীর সংখ্যা কম, এর মধ্যে টেক্সটাইল খাত একটি। শুধু তাই নয়, অনেক সময় পাস করার আগেই চাকরির নিশ্চয়তা পাওয়া যায় এই বিভাগে পড়ে। আর এ বিষয়টিকে বিবেচনায় ধরেই গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগ দীর্ঘদিন ধরে সাফল্যের স্বাক্ষর রেখে যাচ্ছে। টেক্সটাইলের ওপর দেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় ‘বুটেক্স’-এর প্রতিষ্ঠাতা উপাচার্য (সাবেক) অধ্যাপক ড. নিতাই চন্দ্র সূত্রধরের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই বিভাগ। তিনি জানান, গোটা বিশ্ব তো বটেই, বাংলাদেশের প্রেক্ষাপটেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। বলা যায়, আমাদের দেশে যে পরিমাণ টেক্সটাইল ইঞ্জিনিয়ার প্রয়োজন, তার অর্ধেকও আমরা জোগান দিতে পারছি না। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পাস করে যে কেউ খুব সহজেই পোশাকশিল্পের কাজে নিজেকে জড়াতে পারেন। অধ্যাপক ড. নিতাই চন্দ্র সূত্রধর ছাড়াও বেশ কয়েজন পিএইচডি ডিগ্রীধারী ও অভিজ্ঞ শিক্ষক রয়েছেন বিভাগটিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে