![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252F5c297bfa-4be2-4ae8-8011-6e80d647e7e5%252FBibhum_S_P__SHAYM_SINGHA_at_BISWABHARATI.jpg%3Foverlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
কবিগুরুকে শান্তিনিকেতনে ‘বহিরাগত’ বলে সমালোচনার মুখে বিশ্বভারতীর উপাচার্য
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বহিরাগত’ বলে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।শান্তিনিকেতনের ঐতিহাসিক পৌষ মেলা ময়দানে প্রাচীরঘেরা নিয়ে ১৭ আগস্ট ব্যাপক গন্ডগোল হয়। অভিযোগ ওঠে, ওই দিন বিশ্বভারতী অঙ্গনে ‘বহিরাগত’রা এসে ব্যাপক ভাঙচুর চালায়। এ কারণে ব্যাপক ক্ষতি হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। ভাঙা হয় বিশ্বভারতীর গেট, অফিস।
প্রাচীর নির্মাণবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন তৃণমূল বিধায়ক নরেশ বাউরি। এ ঘটনার পর বিশ্বভারতী বিশ্ববিদ্যায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে কথা বলতে গিয়ে উপাচার্য ‘বহিরাগত’ মন্তব্য করেন।