রকেটের গতিতে ইন্টারেট দেবে আল্ট্রা ব্রডব্যান্ড
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০, ১১:২৮
উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেরট কানেকশনের ধারণাই পাল্টে দিচ্ছেন গবেষকরা। সম্প্রতি ‘আল্ট্রা ব্রডব্যান্ড’ নামের সুপার ফাস্ট ব্রডব্র্যান্ড আবিষ্কার করেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একদল গবেষক। যার গতি হবে রকেটের মতোই! ফাইবার-অপটিক ক্যাবলের মাধ্যমে ডেটা ট্রান্সফারের রেকর্ড গতি অর্জন করেছেন গবেষকরা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ব্রডব্যান্ড
- ইন্টারনেট স্পিড