 
                    
                    গলাব্যথা ও সর্দি সারাতে মধু কীভাবে খাবেন
                        
                            যুগান্তর
                        
                        
                        
                         প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০, ১১:২৬
                        
                    
                মধুর গুণাগুণের কথা বেশিরভাগ মানুষের জানা। সর্দি-কাশি হলে বা ঠাণ্ডা লাগলে অনেকেই মধু খেতে বলেন। এ ছাড়া অতিপ্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় মধুর ব্যবহার হয়ে আসছে।
 
                    
                