কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গ্রিন সিটির স্বপ্ন নিয়ে ৫ বছর দায়িত্ব পালন করেছি

দৈনিক আজাদী চট্টগ্রাম সিটি করপোরেশন প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০, ১১:২০

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আমি গ্রিন সিটি বিনির্মাণের স্বপ্ন ও অঙ্গীকার নিয়ে মেয়র হিসেবে ৫ বছর দায়িত্ব পালন করেছি। এ সময়ে নগর বৃক্ষশোভিত হয়েছে। গতকাল সোমবার মুজিব জন্মশতবর্ষকে উপলক্ষ করে অক্সিজেন ভাণ্ডারকে সমৃদ্ধ করার লক্ষ্যে নগর আওয়ামী লীগের বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে নগরীর ঠাণ্ডাছড়ি, কূলগাঁও স্কুল অ্যান্ড কলেজ, অনন্যা কমিউনিটি সেন্টারে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আ জ ম নাছির বলেন, নগরের আইল্যান্ড ও চত্বরগুলোতে বৃক্ষচারা আজ অনেক পরিণত হয়ে উঠেছে। আমরা ভালোভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছি। মুজিবশতবর্ষে প্রধানমন্ত্রী বেশি বেশি করে বৃক্ষরোপণের আহ্বানে সাড়া দিয়ে রেখে এ চট্টগ্রামকে একটি শ্যামল ভূ-স্বর্গ হিসেবে রচনা করতে চাই। খবর বাংলানিউজের। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, মনুষ্য জীবন প্রকৃতিকে নিয়েই আনন্দময় হয়ে ওঠে। অথচ জ্ঞাত ও অজ্ঞাতসারে আমরা প্রকৃতিকে হরণ ও নিধন করেছি। এ কারণেই পৃথিবী আজ মানুষের বাসযোগ্যহীন হয়ে পড়েছে। নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ডের গাজী শফিউল আজিম, ২ নম্বর ওয়ার্ডের ফরিদ আহমদ চৌধুরী ও ৩ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও