ফিলিপাইনে দুই দফা বিস্ফোরণ নিহত ১৫
ফিলিপাইনে আত্মঘাতী বোমা হামলাসহ জোড়া বোমা বিস্ফোরণে ১৫ জন নিহত এবং আরও ৭৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট আবু সায়াফ নিয়ন্ত্রিত জোলো দ্বীপে এক ঘণ্টার ব্যবধানে দুটি বোমা হামলা হয়। হতাহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সাধারণ মানুষও আছে। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। ২০১৯ সালের জানুয়ারির পর ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা। গতবছরের ওই জোড়া আত্মঘাতী হামলায় জোলো চার্চে ২০ জনের বেশি মানুষ নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছিল। ফিলিপাইনের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার দুপুরের দিকে প্রথম বিস্ফোরণ ঘটে। সে সময় দুটি সেনা ট্রাকের কাছে মোটরসাইকেলে ঘরে তৈরি একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে কয়েকজন সেনা এবং বেসামরিক নাগরিক নিহত হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিহত
- জোড়া বিস্ফোরণ