You have reached your daily news limit

Please log in to continue


দেশে পরিবেশবান্ধব শিল্পায়ন গড়ে তুলতে আইন প্রয়োগের বিকল্প নেই

শিল্পায়নের বিকাশের সঙ্গে সঙ্গে কৃষিজমি ও পরিবেশ রক্ষার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমাদের দেশ ভূখণ্ডের দিক থেকে ছোট হলেও আমাদের জনসংখ্যা অনেক বড় এবং জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের যেমন কৃষিজমি রক্ষা করতে হবে, আবার আমরা যেন প্রকৃতির সঙ্গে চলতে পারি সেদিকেও খেয়াল রাখতে হবে। কারণ, বাংলাদেশ একটা ডেল্টা, এটা আমাদের মাথায় রাখতে হবে। কাজেই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা একান্তভাবে অপরিহার্য, সেদিকেও আমাদের দৃষ্টি দিতে হবে। গত ২০ আগস্ট বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বডির সপ্তম সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশের গণমাধ্যমগুলোতে এ খবর প্রকাশিত হয়। এটা ঠিক যে কাঙ্ক্ষিত উন্নয়ন করতে হলে জোরালো শিল্পায়ন একান্তভাবে অপরিহার্য। কিন্তু শিল্পায়নের ধরনটি কেমন হবে. তানিয়ে সুপরিকল্পিত চিন্তারও বিকল্প নেই। ভূখণ্ড হিসেবে বাংলাদেশ ছোট আয়তনের একটি দেশ। অথচ জনসংখ্যা বিপুল। সবচেয়ে বড় কথা জনসংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন