মেছোবাঘটিকে ছেড়ে দেওয়া হবে
নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের সোনাপাতিল গ্রামে একটিমেছোবাঘের ছানা উদ্ধার করেছে স্থানীয় জনতা। ধারণা করা হচ্ছে মা থেকে দিকভ্রান্ত ওই ছানাটি পথ হারিয়ে লোকালয়ে চলে এসেছিল। তবে প্রাণীটিকে শনাক্তকরণে সৃষ্টি হয়েছে নানা মত। কেউ বলছেন এটি মেছোবাঘ, কেউ বা বলছেনগন্ধগোকুল। আবার...