চকবাজারে তৈরি হতো যত ভেজাল প্রসাধনী
পুরান ঢাকার চকবাজারের ৭ নম্বর দিগুবাবু লেন। এখানেই একটি ঘরে নামী সব পণ্যের ভেজাল তৈরি হতো। আজ সোমবার সেখানে অভিযান চালায় পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) একটি ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয় ২ লাখ ২৫ হাজার টাকা। বিএসটিআইয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এ অভিযানে নেতৃত্ব দেন। বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে প্যারাসুট নারকেল তেল, প্যারাসুট বেলি ফুল তেল, ডাবর আমলা, কুমারিকা, কিউট ইত্যাদি ব্র্যান্ডের হেয়ার অয়েল তৈরি ও বাজারজাত করা হতো।