ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হাউলী গঙ্গাদরদী গ্রামে প্রতিপক্ষের হামলায় দুই সহোদয় নিহত হয়েছে। সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন- গিয়াস উদ্দিন মাতুব্বরের পুত্র শামীম মাতুব্বর (২৫) ও রাকিব মাতুব্বর (২২)। এ ঘটনায় নিহতদের ভাগ্নে ইমন মাতুব্বর গুরুত্বর আহত হয়ে ফমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের সহোদরদ্বয়ের বোনের স্বামী (দুলাভাই) মাঈনুদ্দিন মাতুব্বর জানান, বাড়ীর নিকটবর্তী জলায় জাল পেতে মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়, কিছু সময় পর সাজ্জাদ মাতুব্বরের নেতৃত্বে ১৪-১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে গুরুত্বর আহতাবস্থায় দুই ভাই ও ভাগ্নেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই ভাইকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, হামলার ঘটনার মুল হোতা সাজ্জাক মাতুব্বরকে আটক করেছে পুলিশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.