পেরুতে স্বাস্থ্যবিধি ভেঙে নাইটক্লাবে ভিড়, পুলিশের অভিযানে পদদলিত হয়ে নিহত ১৩
করোনা মহামারীর স্বাস্থ্যবিধি ভেঙে নাইটক্লাবে ভিড় করেছিলেন শতাধিক মানুষ। আর আচমকা সেখানে অভিযান চালায় পুলিশ। দিগবিদিক ছুটতে গিয়ে অন্তত ১৩ জন প্রাণ হারান। আহত হন আরো অন্তত তিন জন। ঘটনাটি ঘটেছে লাতিন আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমায়। পেরুর পুলিশ প্রধান ওরল্যান্দো ভেলাসকো মুহিকা জানান, রাজধানীর লস অলিভস জেলায় টমাস রেস্টোবার নামের নাইটক্লাবটিতে শনিবার শতাধিক মানুষ পার্টি করতে জড়ো হয়েছিলেন। সন্ধ্যা নাগাদ এই পার্টি বন্ধ করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছিল। অভিযানের সময়ই এই হতাহতের ঘটনা ঘটে।