![](https://media.priyo.com/img/500x/https://dainikazadi.net/wp-content/uploads/2020/08/oldest-man.jpg)
বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি’ ফ্রেডি ব্লমের মৃত্যু
সমসাময়িক বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে বিবেচিত দক্ষিণ আফ্রিকার নাগরিক ফ্রেডি ব্লম ১১৬ বছর বয়সে মারা গেছেন। ব্লমের পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, ১৯০৪ সালের মে মাসে ইস্টার্ন কেইপ প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন তিনি, তবে গিনেজ বুক অব ওয়াল্ড রেকর্ডস কখনোই বিষয়টি সত্যায়িত করেনি বলে জানিয়েছে বিবিসি। ১৯১৮ সালে ব্লমের বয়স যখন ১৪ বছর তখন স্পেনিশ ফ্লু মহামারীতে তার পরিবারের অন্য সব সদস্যের মৃত্যু হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- না ফেরার দেশে
- বয়স্ক পুরুষ