‘নগরসেবায় ক্যারাভান’ কর্মসূচি নিয়ে সুজন
.tdi_2_401.td-a-rec-img{text-align:left}.tdi_2_401.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});তাৎক্ষণিক নাগরিক সমস্যা চিহ্নিত করে তার সমাধানে ভিন্নধর্মী কর্মসূচি নিয়ে মাঠে নামছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন। তিনি এর নাম দিয়েছেন ‘নগর সেবায় ক্যারাভান’। আজ সোমবার দুপুর আড়াইটায় নগরের বহদ্দারহাট থেকে এই কর্মসূচি শুরু হবে। এরপর চসিকের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী নিয়ে আরাকান সড়ক হয়ে যাত্রা করবেন রাস্তার মাথার দিকে। চলতি পথে ক্ষতিগ্রস্ত সড়ক, নষ্ট সড়কবাতি, পরিচ্ছন্ন কার্যক্রমসহ যে সব সমস্যার কারণে নাগরিক দুর্ভোগ সৃষ্টি হয় তা তাৎক্ষণিক সমাধান করা হবে। বিতরণ করা হবে মাস্কও। এসময় স্থানীয় ও পথচারীদের কাছ থেকে সরাসরি তাদের অভাব-অভিযোগগুলোও শুনবেন চসিক প্রশাসক। বিষয়টি নিশ্চিত করে খোরশেদ আলম সুজন দৈনিক আজাদীকে বলেন, নগরবাসীর দুর্ভোগ লাঘবে ক্যারাভান কর্মসূচি হাতে নিয়েছি। প্রথমদিন বহদ্দারহাট থেকে রাস্তার মাথা পর্যন্ত অংশে কর্মসূচি বাস্তবায়ন করব। পরবর্তীতে সপ্তাহে অন্তত একদিন অন্যান্য প্রধান সড়কগুলোতে যাব। প্রধান সড়কে সম্পন্ন হলে নগরের অলিগলিতে যাব। কর্মসূচির আওতায় কি কার্যক্রম পরিচালিত হবে জানতে চাইলে চসিক প্রশাসক বলেন, আমার সঙ্গে সিটি কর্পোরেশনের প্রতিটি বিভাগ থেকে কর্মী থাকবে। চলতি পথে কোথাও অপরিচ্ছন্ন থাকলে বা ময়লা-আর্বজনা পড়ে থাকলে তা সাথে সাথে পরিষ্কার করে দিবেন পরিচ্ছন্ন বিভাগের শ্রমিকরা। কোথাও সড়ক বাতির লাইট নষ্ট থাকলে তা সাথে সাথে ঠিক করে দিবে বিদ্যুৎ বিভাগের লোকজন। রাস্তাঘাট ভাঙা থাকলে তা দ্রুত সংস্কারে ব্যবস্থা নিব এবং এজন্য প্রকৌশল বিভাগের প্রকৌশলীরা থাকবেন। মূলত কর্মসূচির মাধ্যমে তাৎক্ষণিকভাবে নাগরিক সমস্যার সমাধানের চেষ্টা করব। এসময় সাধারণ মানুষের সাথে কথা বলব, তাদের অভাব-অভিযোগগুলো শুনে তা সমাধানের চেষ্টা করব। চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, প্রশাসক মহদোয়ের নগরসেবায় ক্যারাভান কর্মসূচি বাস্তবায়নে আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি। পরিচ্ছন্ন বিভাগের ২৫ সদস্যের একটি টিম কর্মসূচি বাস্তবায়নে কাত করবে। বর্জ্য অপসারণ কাজে ব্যবহৃত দুটি গাড়িও থাকবে। চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশ দৈনিক আজাদীকে বলেন, বিদ্যুৎ বিভাগের ১০ জন কর্মসূচি বাস্তবায়নে কাত করবে। লাইট মেরামত কাজে ব্যবহৃত গাড়ি এবং মেইনটেনেন্স টিমও সাথে থাকবে।.tdi_3_268.td-a-rec-img{text-align:left}.tdi_3_268.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});