![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/23/90b297cb4ab660b6c69194e31301f1aa-5f429d1acd0f4.jpg?jadewits_media_id=684923)
পেরুর নাইটক্লাবে পুলিশের অভিযান, পদপিষ্ট হয়ে ১৩ জনের মৃত্যু
করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের নির্ধারিত নিয়ম ভঙ্গ করায় পেরুর একটি নাইটক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সেখানে পদপিষ্ট হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবারের ওই ঘটনায় আহত হয়েছে আরও তিন জন। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক...